পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার
পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে। এসময় তাঁর দেওয়া তথ্য মতে পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

সোমবার (১৩ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। পরে তাঁর দেওয়া তথ্যমতে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.