নাইক্ষ্যংছড়িতে ঝিরির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে ঝিরির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খেলতে খেলতে ঝিরির পানিতে ডুবে মারা গেছে এক শিশু । তার নাম মো:  তাকরিম(৪)। সে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেহেরপুর গ্রামের আব্দুল গফুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শিশুটির জেঠা আলতাফ মিয়া।  

তিনি জানান, তার ভাইপো খেলতে গিয়ে ঝিরির গভীরে চলে যায়। এক পর্যায়ে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল মেহেরপুর গ্রামের পিতা গফুরের  বসতঘর থেকে প্রায় ২ শ গজ দুরে ঝিরির কুম এলাকায়। ঘটনায় গফুরের পরিবারে শোকের ছায়া নেমে আসে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.