এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহিম

এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহিম
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো।

বুধবার (১০ জানুয়ারি) নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য হওয়ার অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতার হওয়ার মতো।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এত সংক্ষেপে তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে বলবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি) পেয়েছেন ৫২ হাজার ৯৮৬ ভোট।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বাংলাদেশ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.