বাংলাদেশের বাজারে এইচপি ব্র্যান্ডের দ্বাদশ প্রজন্মের ল্যাপটপ

বাংলাদেশের বাজারে এইচপি ব্র্যান্ডের দ্বাদশ প্রজন্মের ল্যাপটপ
এইচপি ব্র্যান্ডের দ্বাদশ প্রজন্মের ল্যাপটপের লঞ্চিং অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
এইচপি ব্র্যান্ডের দ্বাদশ প্রজন্মের ল্যাপটপ এখন বাজারে। এইচপি ব্র্যান্ডের দ্বাদশ প্রজন্মের ল্যাপটপের লঞ্চিং অনুষ্ঠানে এইচপির মোট সাতটি মডেল বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এইচপি ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সম্প্রতি গাজীপুরের গ্রিন ভিউ রিসোর্টে এইচপি ব্রান্ডের দ্বাদশ প্রজন্মের ল্যাপটপের লঞ্চিং হয়।
মডেলগুলো হচ্ছে এইচপি ১৫এস-এফকিউ৫৪৮৬টিইউ কোর আই থ্রি, এইচপি ১৪এস-ডিকিউ৫৩৪৫টিইউ কোর আই থ্রি, এইচপি ১৫এস-এফকিউ ৫৭৮৬টিইউ কোর আই থ্রি, এইচপি ১৪এস-ডিকিউ৫৪৪৫টিইউ কোর আই ফাইভ, এইচপি ১৪এস ডিকিউ৫৫৪৫টিইউ কোর আই সেভেন, এইচপি ১৫এস-এফকিউ৫৯৮৬টিইউ কোর আই সেভেন এবং এইচপি ১৫এস-এফকিউ৫৮৮৬টিইউ কোর আই সেভেন। প্রত্যেকটি ল্যাপটপেই ব্যবহার করা হয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের শক্তিশালী প্রসেসর।
লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং এইচপি সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ তানজীৎ রহমান, এইচপির পক্ষ থেকে বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কৌশিক জানা এবং বাংলাদেশ-শ্রীলংকা রিজিওনের মার্কেটিং হেড বিমল কুমার সাহো। তাছাড়া অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেছেন এইচপি সিপিএস ক্যাটেগরি হেড, বাংলাদেশ-শ্রীলংকা মানিশ গৌরি এবং এইচপি সিপিএস ক্যাটেগরি হেড, ভারত-বাংলাদেশ-শ্রীলংকা নিতিশ সিংগাল।

ল্যাপটপগুলো খুব শিগগিরই বাংলাদেশের প্রতিটি জেলার আইটি শপ ও মার্কেটগুলোতে পাওয়া যাবে।
 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

প্রযুক্তি

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.