বিশ্বের ভয়ংকর লিফট!

বিশ্বের ভয়ংকর লিফট!
লিফট তাও আবার ভয়ংকর! চীনের ঝানজিয়াজি ফরেস্ট পার্কে অবস্থিত এই ভয়ংকর লিফট।

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শনে পরিণত হয়েছে এটি। লিফটের নামকরণ করা হয়েছে হান্ড্রেড ড্রাগন স্কাই লিফট হিসেবে। বিশ্বের সবচেয়ে ভয়ংকর এবং একই সঙ্গে সুন্দরতম লিফট বলা হয় একে। স্কোয়াডস বেলেপাথরের উইলিং পবর্তমালার ভাঁজে দাঁড়িয়ে আছে এই ড্রাগন লিফট।
কাঠামোটি তিনটি পৃথক লিফট দ্বারা গঠিত। ড্রাগন স্কাই খ্যাত লিফটি একসঙ্গে এক হাজার ৪০০ যাত্রী ধারণ করে। এক হাজার ৭০ ফুট ওপরে যেতে এর সময় লাগে মাত্র দুই মিনিট। যেখানে দর্শনার্থীদের হেঁটে যেতে সময় লাগবে ৩ ঘণ্টা।
দেয়াল স্বচ্ছ হওয়ায় মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সঙ্গে পর্যটকরা খুব সহজে কম সময়ে পাহাড়ে চড়তে পারছেন। চীনের একটি গণমাধ্যম জানিয়েছে লিফটি নির্মাণে চীনা সরকারের ব্যয় হয়েছে ১২০ মিলিয়ন ইয়েন বা ১৩ মিলিয়ন ইউরো। এর নির্মাণকাজ শুরু হয়েছিল ১৯৯৬ সালে।

তবে নিরাপত্তার কথা বিবেচনায় এনে চালুর পর সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল লিফটি। পরবর্তীতে ২০১৩ সালে জনস্বার্থে লিফটি আবারও খুলে দেওয়া হয়। ইতোমধ্যে গিনেজ বুকের তিনটি বিভাগে নাম উঠেছে হান্ড্রেড ড্রাগন স্কাই লিফটির।
বিশ্বের সবচেয়ে বড় সার্বক্ষণিক খোলা সেই সঙ্গে বৃহত্তম দোতলা এবং সবচেয়ে দ্রুতগামী লিফট এটি। একই সঙ্গে তকমা লেগেছে বিশ্বের ভয়ংকর লিফটের।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

প্রযুক্তি

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.