কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উদ্যোগে "আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ. এর চিন্তাধারা ও অবদান" শীর্ষক সেমিনার আজ

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উদ্যোগে
কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উদ্যোগে  "ইসলামী শিক্ষাব্যবস্থা ও সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ. এর চিন্তাধার ও অবদান" শীর্ষক সেমিনার আজ ২৪ মে (শনিবার) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। কক্সবাজার কেন্দ্রীয় মডেল কেন্দ্রীয় জামে মসজিদস্থ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম'র পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা ফুরকানুল্লাহ খলীল। বিশেষ অতিথি থাকবেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র সেক্রেটারি জেনারেল আল্লামা ওবায়দুল্লাহ হামাযাহ, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিরাজ মাদানী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা আফিফ ফুরকান মাদানী। সভাপতিত্ব করবেন, সংগঠনের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী।
এ সেমিনারে আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থীসহ অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানিয়েছেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ ও 
যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। নেতৃবৃন্দ বলেন, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ.  ছিলেন, একজন বিদগ্ধ ইসলামী ব্যক্তিত্ব ও বিশ্ববরেণ্য আরবী সাহিত্যিক। তিনি চট্টগ্রাম জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদশের প্রতিষ্ঠাতা মহাসচিব, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরো চেয়ারম্যান,  কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টাসহ বহু গুরুত্বপূর্ণ পদেও অভিষিক্ত ছিলেন । তাঁর আলোকিত চিন্তাদর্শন জাতির সামনে তুলে ধরার প্রয়াসে এ সেমিনারের আয়োজন করেছে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.