ইনানী সৈকতে ভেসে এলো ইরাবতি ডলফিন

ইনানী সৈকতে ভেসে এলো ইরাবতি ডলফিন
কক্সবাজারের ইনানী পাথুরে সৈকতে ভেসে এলো ৫০ কেজি ওজনের ইরাবতি প্রজাতির ডলফিন। যা ২ ঘন্টা পর ফের সাগরে ছেড়ে দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে বলে জানিয়েছে বিচ কর্মী মোহাম্মদ বেলাল।
তিনি বলেন, ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে ৫০ কেজি ওজনের একটি ডলফিন। প্রথমে পর্যটকরা ডলফিনটিকে নিয়ে ছবি তুলে এবং পরবর্তীতে ডলফিনটিকে টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করে। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পর্যটকদের বুঝানোর পর ডলফিনটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে দেখা যায় ডলফিনটির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেয়ার চেষ্টা করেছি, কিন্তু ডলফিনটি সাগরে ফিরে যেতে পারেনি। তারপর বনবিভাগকে খবর দেয়া হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, প্রশাসনকে খবর পাওয়ার পর দ্রুত ইনানী বিচে আসি। তারপর প্রাথমিক অবস্থায় ডলফিনটির মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা যায়। যা হয় তো পাথরে আঘাত পেয়েছে। ডলফিনটি ইরাবতি প্রজাতির বলে ধারণা করছি। যার দৈর্ঘ্য ১০ ফুট মতো হবে। ডলফিন মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। তাই ডলফিনটিকে বনবিভাগের কর্মীসহ বিচ কর্মীদের সহায়তায় রাত ৮ টা ১৫ মিনিটের দিকে সাগরের গভীর পানিতে ছেড়ে দেয়া হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করা হয়েছে, কিন্তু ডলফিনটি আর ফিরে আসেনি।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.