বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, বিএনপি হচ্ছে একটি উদারপন্থী গনতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি দীর্ঘ সময় ধরে গনতন্ত্র ও ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। আমাদেরকে সবার মতামতে সঠিক নেতা নির্বাচনের মধ্যেমে বুঝিয়ে দিতে হবে বিএনপি একটি গনতান্ত্রিক ও সর্বোচ্চ দল।
তিনি গতকাল শুক্রবার ঈদগাও উপজেলার জালালাবাদ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন শেখ মুজিবুর রহমান সারা জীবন গনতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু ক্ষমতায় গিয়ে সাড়ে ৩ বছরের মাথায় তিনি গনতন্ত্রকে গলাটিপে হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন, বাকশাল মানে হলো এক নেতার একদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন জনগনই সকল ক্ষমতার উৎস, শহীদ জিয়া ক্ষমতায় এসে বহদলীয় গনতন্ত্রের প্রবর্তন, মুক্তবাজার অর্থনীতি, বিদেশে শ্রম বাজার চালু করেছিলেন। স্বৈরশাসক এরশাদ ভোট ডাকাতির মাধ্যেমে ৯ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে গনতন্ত্র পুনরোদ্ধারে দীর্ঘ আন্দোলনের পর মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় আসে।
কাজল বলেন, এদেশে যখনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তখনই মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় আসে। এদেশের গনতন্ত্রের জন্য ক্ষতিকারক একটি দল হলো আওয়ামীলীগ।
শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতৃত্বে দীর্ঘ ১৭ ধরে মানুষের ভোটাধিকার হরন করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, যে ঐক্য দীর্ঘ ১৫ বছর ধরে আমরা আন্দোলনের মাধ্যমে গড়ে তুলেছি, তা যেন কারও ভুল বা মিথ্যা অপবাদে নষ্ট না হয়। একজনকে ছোট করতে গিয়ে পুরো সংগ্রামকে যেন ক্ষতিগ্রস্ত না করি। কারণ এই ফাঁকফোকরই ফ্যাসিবাদী শক্তির সুযোগ হয়ে দাঁড়ায়। এমন কাজ করা যাবেনা যাতে মানুষের অপ্রিয় হয়ে উঠে।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মমতাজ আহমদ মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম, উদ্বোধক উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ, যুগ্ম সম্পাদক আব্দু সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, সহ সভাপতি আকতার কামাল, বিএনপি নেতা ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইসলামপুর সভাপকি মাষ্টার আব্দুল কাদের, পোকখালী সভাপতি এইচ এম সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল করিম, শ্রমিকদলের আহবায়ক মোক্তার আহমদ, তাতীঁদলের আহবায়ক আব্দু জব্বর, মৎস্যজীবী দলের আহবায়ক আব্দু রাজ্জাক, মহিলা দলের আহবায়ক সেলিনা আক্তারসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ২য় অধিবেশন দ্বিবার্ষিক কাউন্সিলে প্রতি ওয়ার্ড থেকে ৫১ জন করে ভোটার ভোটের মাধ্যমে জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নুরুল আলম মেম্বার ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দু সালামকে নির্বাচিত করেছে।