কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৫) বীচ ফুটবল টূর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্টে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে বালক গ্রুপে ময়মনসিংহ ২-০ গোলে বরিশালকে এবং বালিকা গ্রুপে সিলেট টাইব্রেকারে ৪ -৩ গোলে চট্টগ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নির্ধারিত সময়ে তাদেল খেলা ২ - ২ গোলে ড্র ছিল।
পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় ক্রীড়া পরিদপ্তরসহ বিভাগীয় ক্রীড়া কর্মকর্তা, টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পরে উভয় গ্রুপের বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২১ মে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টূর্ণামেন্টে দেশের আটটি বিভাগের বালক- বালিকা (অনুর্ধ্ব-১৫) দল অংশ নেয়।