জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৯ম অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে।

 'জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এ প্রতিপাদ্যে শুক্রবার সকালে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল  এন্ড কলেজ প্রাঙ্গনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে। এ ছাড়া উপস্থিত  শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় তাদের উদ্ভাবনীর বিশেষায়িত এই জ্ঞানকে সম্প্রসারিত করার আহবান জানান সচিব।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী,জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।  
২১ মে থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত এ মেলায় নয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  বিজ্ঞান বিষয়ক প্রকল্পের অর্ধ শতাধিক ষ্টল স্থান পায়।
পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শ্রেষ্ঠ প্রকল্প অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.