বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে মুসলিম উম্মাহ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে৷ পশ্চিমা সাম্রাজ্যবাদী ও ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি এবং তাদের এদেশীয় এজেন্ট নাস্তিক-মুরতাদরা ইসলামের বিরুদ্ধে সুগভীর চক্রান্ত করেই চলেছে। তাদের এহেন ষড়যন্ত্রের মূলোৎপাটন ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নেজামে ইসলাম পার্টি অতীতের মতোই সংগ্রামী ভূমিকা পালন করে যাবে। তিনি কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
২২ মে (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় কক্সবাজার ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী। তিনি নেজামে ইসলাম পার্টির সংগ্রামী অবদান তুলে ধরে বলেন, ইসলাম বিদ্বেষী অপশক্তির সকল চক্রান্ত রুখে দাঁড়াতে সংগঠনের নেতা-কর্মীদের সংগ্রামী ভূমিকা আরও জোরদার করতে হবে।
কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, নেজামে ইসলাম পার্টি উপমহাদেশের প্রখ্যাত ওলামা- মশায়েখের ইখলাস ও তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্রধারার ইসলামী রাজনৈতিক দল। পার্টির কর্মতৎপরতা বেগবান করার মাধ্যমে ইসলামী রাজনৈতিক অঙ্গনে নবদিগন্ত উন্মোচন করতে হবে।
জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও ইসলামী যুবসমাজ কক্সবজার জেলা সদস্য সচিব হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টির কক্সবজার জেলা উপদেষ্টা, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক। বিশেষ বক্তা ছিলেন, পার্টির চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, কক্সবাজার জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। সম্মানিত অতিথি ছিলেন, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মুফতি আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, এবি পার্টির জেলা যুগ্ম আহবায়ক শামসুল হক শারেক, এডিশনাল পিপি অ্যাডভোকেট তারেক আজিজ, মারকাযুল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা কেফায়ত উল্লাহ, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ হাসান, নাইক্ষ্যংছড়ি আল মারকাযুল ইসলামী দারুচ্ছুন্নাহর পরিচালক মাওলানা কারী জালাল উদ্দিন ফারুকী, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এড. রিদওয়ানুল কবির।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা আমীর মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইব্রাহিম আজিজী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, জেলা সাধারণ সম্পাদক মাওলান আব্দুর রহমান জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, জেলা যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, সাবেক ইসলামী ছাত্রসমাজ নেতা এস মোহাম্মদ হোসেন, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, পৌর আমীর মাওলানা ইদ্রিস আজিজী, জেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা এজাজুল করিম শফী, সদর উপজেলা সাধারণ সম্পাদক এড. ঈসা মাহমুদ হাসেমী, পৌর নায়েবে আমীর হাফেজ মুহাম্মদ সালেম, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, চৌফলদণ্ডী ইউনিয়ন আমীর মাওলানা কারী বজলুল করিম, পিএমখালী ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, রাজারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, জেলা ইসলামী যুবসমাজের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল হামিদ, রামু উপজেলা সমন্বয়কারী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সমন্বয়কারী মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ অলিউল্লাহ আরজু, সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, উখিয়া উপজেলা আহবায়ক মহিউদ্দিন খান, সদস্য সচিব আব্দুল্লাহ মাহমুদ, রামুর সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।