ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : দায়িত্বশীল সমাবেশে জেলা আমীর আনোয়ারী

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : দায়িত্বশীল সমাবেশে জেলা আমীর আনোয়ারী
জেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশ বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে  জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই বিপ্লবের বিজয়কে ব্যর্থ করে দেওয়ার জন্য ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের এই দেশীয় এজেন্টের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে । দেশের শান্তি-শৃংখলা বিনষ্ট করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে দেশ ক্রমশ যতই এগিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা ততই দেশে বিভাজন ও বৈষম্য উসকে দিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই প্রায় দুই হাজারের কাছাকাছি ছাত্র -জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের মানুষের সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। তিনি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার জন্য আহ্বান জানান। 
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান। সমাবেশে উপজেলা আমীর- সেক্রেটারি উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.