কুতুবদিয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই মাদকাসক্ত যুবককে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো: সাদাত হোসেন অভিযান চালিয়ে তাদের সাজা প্রদান করেন ।
থানার ওসি মো: আরমান হোসেন জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উত্তর ধুরুং নাপিত পাড়ায় জনৈক মানিক মিয়ার বাড়িতে স্থানীয় মনু সিকদার পাড়ার জুবাইদুলের পুত্র হাসান মোনতাসিরুল হক(৩০) ও দক্ষিন ধুরুং নয়া পাড়ার (কালাচান পাড়া) মহিউদ্দিনের পুত্র জুনায়েদ বোগদাদী(২৬) ইয়াবা সেবনের খবর পেয়ে পুলিশসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট মো: সাদাত হোসেন।
ঘটনাস্থলে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরে নির্বাহি ম্যাজিস্ট্রেট উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ৫০০ টাকা করে জরিমানা করেন।