ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইফস্ (আইসিএম) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এর যৌথ আয়োজনে কক্সবাজারে "ক্লাইমেট চেঞ্জ এডাবটেশান (Climate Change Adaptation)" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রামু চেইন্দাস্থ "হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউট" প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান।
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির প্রেসিডেন্ট মিডওয়াইফ আসমা খাতুনের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির প্রজেক্ট ম্যানেজার শারমিন শবনম জয়া, খুলনা নার্সিং কলেজের শিক্ষক শিরীন আক্তার, চট্রগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা পাবলিক হেলথ্ নার্স রীনা নাসরিন, হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল শারমিন নেসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় চট্টগ্রাম বিভাগের সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত দক্ষ প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত ৫০ জন পেশাদার মিডওয়াইফ অংশগ্রহণ করেন।