কক্সবাজারে ইপসার গৌরবময় ৪০ বছর উদযাপন

কক্সবাজারে ইপসার গৌরবময় ৪০ বছর উদযাপন
দেশের অন্যতম স্বীকৃত ও খ্যাতিমান বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) উদযাপন করলো গৌরবময় ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ২১ মে ২০২৫, ইপসার কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন ইপসার মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোহাম্মেদ ইসমাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন কক্সবাজারের ইপসা’র ফোকাল পার্সন মোহাম্মেদ হারুন। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় আলোচনা, অনুভূতি প্রকাশ, কেক কাটা এবং ফটোসেশন।
ইপসা কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠানের পাঠ করা হয় ইপসার ৪০ বছর পূর্তির ধারণাপত্র, যা পাঠ করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহানা ইসরাত এবং হিসাব রক্ষক মোহাম্মেদ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে ইপসার বিভিন্ন প্রকল্পের পক্ষ থেকে ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান-এর পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইপসার উপপরিচালক শহিদুল ইসলাম। অনুভূতি প্রকাশ করেন ফাইনান্স অফিসার সুভ্রাত ধর ও শাহিনা আক্তার, এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর ওবায়দুল হক শামীম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আরিফুর রহমান বলেন,
"ইপসা দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কক্সবাজার অঞ্চলে আমাদের কার্যক্রম এই অঙ্গীকারকে বাস্তব রূপ দিয়েছে। রোহিঙ্গা মানবিক সংকট শুরুর পর থেকে স্থানীয় জনগোষ্ঠী এবং বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য ইপসা বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমরা এ অঞ্চলে শিক্ষা, জীবিকায়ন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং তরুণ নেতৃত্ব উন্নয়নসহ নানা খাতে কাজ করছে।  আমরা বিশ্বাস করি, স্থানীয় অংশীদারিত্ব এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সুতরাং, ইপসা প্রতিটি কর্মসূচিতে কমিউনিটির কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে থাকে।
আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সকল সহায়ক সংস্থা, দাতা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অংশীদারদের, যারা আমাদের পাশে থেকে এ উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগিতা করছেন। ইপসা ভবিষ্যতেও মানবিক ও উন্নয়ন কর্মকাণ্ডে কক্সবাজারবাসীর পাশে থাকবে।"
অনুষ্ঠানে ড. মো. আরিফুর রহমান ও ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ড. শামসুন নাহার চৌধুরী লোপার পবিত্র হজ্জ্ব পালনের আকাঙ্ক্ষা ও সুসম্পন্ন হজ্জ্বের জন্য মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৮৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ড. মো. আরিফুর রহমান-এর নেতৃত্বে কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে ইপসা যাত্রা শুরু করে। প্রথমে দুর্যোগে সাড়াপ্রদানের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে মাদক প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা, তামাক নিয়ন্ত্রণ, প্রতিবন্ধী অধিকার, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিগত চার দশকে চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও ইপসা তার কার্যক্রম বিস্তৃত করেছে। কেবল কক্সবাজার নয়, ইপসার অন্যান্য শাখা কার্যালয়গুলোতেও ৪০ বছর পূর্তিকে কেন্দ্র করে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চার দশকের এই সফল যাত্রা উদযাপনের মধ্য দিয়ে ইপসা নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ এবং নতুন প্রতিশ্রুতির পথে যাত্রা শুরু করলো — অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.