চট্টগ্রামে চকরিয়া-পেকুয়াবাসীর প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে চকরিয়া-পেকুয়াবাসীর প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে অবস্থানরত চকরিয়া-পেকুয়া উপজেলার জামায়াতের নেতাকর্মী ও সুধীমন্ডলীকে নিয়ে প্রীতি সমাবেশ ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে । মঙ্গলবার (২০ মে) চট্টগ্রাম শহরের কাতালগঞ্জের কিশলয় কমিউনিটি সেন্টারে প্রোগ্রামের নির্ধারিত সময় সন্ধ্যা ৭টার পূ্র্ব থেকে চকরিয়া-পেকুয়া উপজেলার  নেতা-কর্মীরা জমায়েত হতে শুরু করে । হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে বাহিরেও শত শত নেতা-কর্মী প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন । প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা হলেও অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয় ।
প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহজাহান ।
 চট্টগ্রাম ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী ।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো: মিছবাহুল করিম।
 প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, চকরিয়া পেকুয়া আসন জামায়াতে ইসলামীর বিজয়ী আসন। ১৯৯১ সালে বাঘা বাঘা নেতাদের হারিয়ে বিপুল ভোটে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এই এলাকার সকল পর্যায়ের মানুষের কাছে ইসলামী আদর্শের দাওয়াত পৌছিয়ে দিতে হবে।
প্রধান বক্তা শাহজাহান চৌধুরী বলেন,  জামায়াতে ইসলামী জন্য রাজনীতি করে না। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রচেষ্টার মাধ্যমে জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় ।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, জামায়াতে ইসলামী বর্তমান সময়ে দেশের মানুষের কাছে দূর্নীতিমুক্ত দেশ গঠনে একমাত্র নির্ভরশীল ঠিকানায় পরিণত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সংগঠনের কর্মী ও সূধীমণ্ডলীকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। কর্মীদেরকে সুখে দুঃখে জনগণের পাশে থেকে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে  বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে।
প্রীতি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন  আরো প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম. কবির আহমদ। এতে আরও  বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ ও আল-আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি  আ.ম.ম মশরুর হোসাইন, আ.ন.ম জোবায়ের,
সোস্যাল ইসলামী ব্যাংক, পিএলসি সাবেক ম্যানেজিং ডিরেক্টর জাফর আলম, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন,
 মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়ার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফ আলী, বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এএইচএম বদিউল আলম , পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারী মীর মোহাম্মদ আবু তালহা,  হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, সমাজসেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী। প্রোগ্রামে সঞ্চালনা করেন ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা মোর্শেদুল আলম। প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,  সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী গোলাম কবির, রাঙামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মিছবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. ফরিদুদ্দিন ফারুক, আন্তর্জাতিক ইসলামী ইসলামী বিশ্ববিদ্যায় চট্টগ্রাম এর সাবেক প্রোভিসি ড. মসরুর মাওলা, ইংরেজী বিভাগের অধ্যাপক কফিল উদ্দিন ও অধ্যাপক সরওয়ার আলম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি লায়ন সানাউল্লাহ, পেকুয়া সমিতি চট্টগ্রামের জয়েন্ট সেক্রেটারী সিরাজুল ইসলাম,  রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা এস এম আলী জিন্নাহ, আনোয়ার হোসাইন, মোহাম্মদ ইসমাঈল, হাফেজ তৌহিদুল ইসলাম, ফরিদুল আলম প্রমুখ।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.