ধলঘাটায় বসতবাড়িতে অগ্নি সংযোগ ও লুট পাটের অভিযোগ থানায় এজাহার

ধলঘাটায় বসতবাড়িতে অগ্নি সংযোগ ও লুট পাটের অভিযোগ থানায় এজাহার
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাধারণ নিরীহ লোকদের ঘরে ধলঘাটার কুখ্যাত ফজল কাদেরের নেতৃত্বে একদল ডাকাত-সন্ত্রাসী অগ্নি সংযোগ চালিয়ে লুটপাট করার ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে  মহেশখালী থানায় একটি এজাহার দায়ের করেছে।
গতকাল ১৫ মে রাত ১১ টায় ধলঘাটা ইউনিয়নের মুহুরী ঘোনা এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের রুবি আকতার বাদি হয়ে ফজল কাদেরকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫/২০ অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ এজাহার দায়ের করেন।
ভুক্তভোগী রুবি আকতার বলেন- গত ১৫ মে রাতে হঠাৎ দরজায লাথি মেরে দরজা ভেঙে কুখ্যাত ফজল কাদেরসহ অহিদুল,শহিদুল্লাহ,আমান,করিমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র, লোহার লড়, কিরিচ নিয়ে হামলা ও নির্যাতন করে এবং ঘরের আসবাবপত্র  ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে প্রেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। আমরা এঘটনায় ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করি। তারা এসে ছবি তুলে নিয়ে যায়।  আমরা নিরাপত্তাহীনতায ভুগছি এবং আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।  
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান ধলঘাটাই অগ্নিকাণ্ড ও লুটপাট এর বিষয়ে  অবহিত হয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.