কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের ছাত্র ও উখিয়ার যুবক হারুনুর রশিদ মনির চৌধুরীর নামাজে জানাজা গতকাল শুক্রবার ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজায় শোকাহত মানুষের ঢল নামে।
জালিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, ও মরহুমের পিতা মজিবুল হক চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মৃত্যুকে হত্যা দাবি করেছে নিহতের পরিবার। কলেজ ছাত্র মনির চৌধুরীর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিকে কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিক্কুল দ হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের বিপরীত পাশে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনির উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
এদিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মনির চৌধুরীর দেখতে পেয়ে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।
উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী দাবি করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ক্লু বের করার জন্য তদন্তের দাবি জানান।
নিহত মনিরের জেঠাতো ভাই আরফাত চৌধুরী দাবি করেছেন, "আমার ছোট ভাই মনিরকে সন্ত্রাসীরা হত্যা করে পালিয়ে গেছে। আমরা এই খুনের বিচার চাই।"
আরফাত আরও দাবি করেন, পুলিশের হেফাজতে থাকা মাহমুদুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।