কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইসলাম মানবতার মুক্তির সনদ। ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে বৈষম্যহীন সমাজের রূপরেখা। বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে আন্দোলনে বিজয় অর্জন করতে হলে ইসলামী জীবন পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে হবে, নচেৎ দুনিয়া ও আখিরাতে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। দুনিয়া মু'মিনের জন্য পরীক্ষাগার। যে ব্যক্তি দুনিয়ার পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হবে পরকালে সেই হবে মহা সৌভাগ্যবান। তাই জামায়াতের কর্মীদের সকল লোভ-লালসা ও ভয়ভীতির উর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন পরিচালনা করতে প্রচেষ্টা চালাতে হবে।
১৬ মে জুমাবার টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। এসময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।