রামুতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন
রামুতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকালে রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
প্রতিদ্বন্দিতাপূর্ণ উদ্বোধনী খেলায় সোনার বাংলা ক্রীড়া সংঘ, দক্ষিণ মিঠাছড়ি একাদশ ১-০ গোলে রাজারকুল ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়েছে। খেলায় বিজয়সূচক একমাত্র গোলটি করেন সোনার বাংলা ক্রীড়া সংঘ, দক্ষিণ মিঠাছড়ি একাদশের তারকা খেলোয়াড় মনির।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, মুক্ত বাজার অর্থনীতির প্রতিষ্ঠাতা। আজকের বাংলাদেশ যে শক্ত ভীতের উপর দাঁড়িয়ে আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের নির্দেশিত পথে, আদর্শের পথে আজকের বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শৃংখলার মধ্য দিয়ে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য খেলোয়াড়, টূর্ণামেন্ট পরিচালনা কমিটি ও সকলের প্রতি আহবান জানিয়ে রামু শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন তিনি।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মিথুন বড়ুয়া বোথামের সভাপতিত্বে, সদস্য সচিব এইচ এম মাসুদ ও সাঈদ হোসেন আকাশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সরোয়ার রোমন, উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশর বাবু, সদস্য ফুরকান আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল করিম প্রমূখ।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মিথুন বড়ুয়া বোথাম জানান, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এ মোট ১৬টি দল অংশগ্রহন করছে। শনিবারের খেলায় জোয়ারিয়ানালা ইউনিয়ন ফুটবল একাদশ এবং কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রদল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। রামু খিজারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এসব খেলায় উপস্থিভ হয়ে উপভোগ করার জন্য ক্রীড়ামোদি ভাইদের প্রতি আহবান জানিয়েছেন রামু শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর নেতৃবৃন্দ।