মানবিক গুণাবলীসম্পন্ন, শিষ্ঠাচার সমৃদ্ধ আদর্শ সমাজ গঠন করতে হলে শিশুদের শিক্ষা জীবনের শুরুতেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করা উচিত। কিন্তু জাতীয় শিক্ষা কার্যক্রমের সিলেবাসে দ্বীনি ও নৈতিক শিক্ষার খুব একটা অস্তিত্ব নেই। এ শিক্ষা ব্যবস্থা ইসলামের মূল চেতনা বিরোধী। ফলে জাতীয় শিক্ষা কার্যক্রমের সিলেবাসে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোরআন ও হাদীসের শিক্ষা অর্জন খুবই কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় সাধারণ শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জের মাঝে দেশের নুরানী মাদ্রাসা গুলো সমন্বিত আধুনিক শিক্ষা ব্যবস্থা উপহার দিয়ে সমাজে দ্যুতি ছড়াচ্ছে। এজন্য নুরানী পাঠ্যক্রমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কার্যক্রমকে এগিয়ে নেওয়া সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলার রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ একথা বলেন।
শনিবার (১০ মে) মাদ্রাসা ভবনে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম হেলালী। পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ও শাহ জব্বারিয়া প্রির্ন্টাসের সত্বাধিকারী মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসাইন, পরিচালনা কমিটির সদস্য, ইউনিয়ন ব্যাংক রামু শাখার ব্যবস্থাপক ও জমি দাতা সদস্য এম. জাহেদ উল্লাহ জাহেদ, পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আলম, নির্বাহী সদস্য করিম উল্লাহ প্রমুখ। পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আনসারী আরীফ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রুহুল কাদের, রুমা সিদ্দিকা, নাজমা আক্তার, হোসনে আরা, বুলবুল আক্তার লিজা। সমাবেশে ইসলামি সংগীত পরিবেশন করেন চতুর্থ শ্রেণির ছাত্রী সাওদা বিনতে হুদা। সমাবেশে প্রতিষ্ঠানের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হককে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
সমাবেশ শেষে প্রধান অতিথি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ মোনাজাত পরিচালনা করেন। সমাবেশটি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা রহিম উল্লাহ মামুন, মাওলানা ওবায়দুল্লাহ মাসুম, মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসাইন, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, শামীম ইকবাল।
সমাবেশে প্রায় ৩ শত অভিভাবক, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে স্বরচিত কবিতা আবৃত্তি করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোছাইন।
প্রসঙ্গত, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজস্ব বহুতল ভবনে পরিচালিত প্রতিষ্ঠান হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানায় প্রায় তিন শত শিক্ষার্থী রয়েছে। রয়েছে কৃতি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য “বিশেষ তহবিল” হতে আর্থিক সহায়তা, বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার আয়োজন, উন্নত ও আধুনিক পরেবেশে শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নান্দনিক বিভিন্ন আয়োজন, নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে তৈরিকরা সিলেবাসে পাঠদান, জাতীয় ও বিশেষ দিবস উদযাপন সহ সার্বিক উন্নত ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন এবং অভিভাবক ও এলাকাবসীর বেশ প্রশংসা কুড়িয়েছে। আস্থা অর্জন করেছে সংশ্লিষ্ট সকলের।