উখিয়ায় শ্বশুরবাড়িতে নিহত বশির আহমদ 'হত্যাকাণ্ডে' অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উখিয়া থানার পুলিশ গত বৃহস্পতিবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে জালিয়া পালং ইউনিয়নের মোঃ শফির বিল গ্রামের সলিমুল্লার পুত্র নুরুদ্দিন, মেয়ে আল কুমার বেগম ও স্ত্রী রশিদা বেগমকে গ্রেপ্তার করে।
থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছে, গত (৬ মে) মঙ্গলবার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইনানীর শফির বিলের সলিমুল্লাহার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বশির আহমেদ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা বড়বিল গ্রামের সুলতান আহমেদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, বশির আহমদের নিকট হতে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে ৮০ হাজার টাকা হাওলাত নেন। ওই টাকা আজ দেবে কাল দেবে মর্মে কালক্ষেপন করতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। গত মঙ্গলবার ওই টাকার জন্য গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বশিরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের ভাই খাইরুল হক বাদি হয়ে মোঃ শফির বিল গ্রামের সলিমুল্লার পুত্র নুরুদ্দিন, মেয়ে আল কুমা বেগম স্ত্রী রশিদা বেগম ও তুফা মনি কে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, এ ব্যাপারে হত্যাকাণ্ড মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে তিনজনকে আটক করেছে।