জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুবকর ছিদ্দিকের ইন্তেকাল

জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুবকর ছিদ্দিকের  ইন্তেকাল
জেলা নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন মহলের শোক
 

রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক ও রামু ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা, শীর্ষ আলেমেদ্বীন মাওলানা আবুবকর ছিদ্দিক রহ.  ৯ মে (জুমাবার) রাত ৯ টায় ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি হঠাৎ অসুস্থতাবোধ করলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। 
 এদিকে নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা উপদেষ্টা, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুবকর ছিদ্দিক রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব,  সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, রামু উপজেলা সমন্বয়কারী মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ,  জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি অলি উল্লাহ আরজু, সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, রামু উপজেলা সভাপতি হাফেজ নুরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন প্রমুখ। 
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবুবকর ছিদ্দিক রহ. ছিলেন, একজন প্রাজ্ঞ আলিম ও চৌকস  ইসলামী ব্যক্তিত্ব। তিনি আমৃত্যু ইলমে নবভী ও ইসলামী তাহযীব-তামাদ্দুনের প্রচার-প্রসারে নিবেদিত ছিলেন৷ তিনি প্রখ্যাত দার্শনিক আলেমেদ্বীন খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর ঘনিষ্ঠ অনুরক্ত ছিলেন। আজীবন নেজামে ইসলাম পার্টির একজন অভিভাবক হিসেবে ইসলামী রাজনৈতিক অঙ্গনে বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করেন। প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। 
আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের দরজাত বুলন্দি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এদিকে বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, সহকারী পরিচালক মাওলানা আতিকুর রহমান, রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ,
আল্লামা খলিলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা খালেত সাইফী।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.