কক্সবাজারে বিভিন্ন রাজনৈতিক দলের জরুরি সভা : অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি

কক্সবাজারে বিভিন্ন রাজনৈতিক দলের জরুরি সভা : অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি
আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে  ইসলামী ও সমমনা দলসমূহের কক্সবাজার জেলা নেতৃবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জুমাবার (৯মে), বাদ মাগরিব শহরের এক হোটেলে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ বলেছেন, জুলাই অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার ঘাপটি মেরে থাকা দোসরেরা এখনো দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে দলের গায়ে দেশের হাজার হাজার নিরীহ মানুষের রক্তের দাগ লেগে আছে সে দলের অস্তিত্ব দেশের মানুষ আর দেখতে চায় না। গণহত্যাকারী খুনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যতদ্রুত সম্ভব নিষিদ্ধের ঘোষণা দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। বাতিল করতে হবে বিতর্কিত নারী কমিশন। 
হেফাজতে ইসলাম বাংলাদশ কক্সবাজার জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, ইসলামী আন্দোলন  বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন কাসেমী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু মুসা, এবি পার্টি কক্সবাজার জেলা আহবায়ক এড. এনামুল হক সিকদার, শিক্ষাবিদ শফিকুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক শামসুল হক শারেক, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা জেইচএম ইউনুস,  জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ, জেলা নেজামে ইসলাম পার্টির অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী,  ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা এড. রিদওয়ানুল কাবির, শহর জামায়াতের নায়েবে আমীর একে এম কফিল উদ্দিন চৌধুরী। 
জেলা ইসলামী যুবসমাজের আহবায়ক মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ সভায় মতামত ব্যক্ত করেন, জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক,  ভিপি ছৈয়দ করিম, পৌর নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা খালেদ সাইফী, জেলা ইসলাম আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ আজাদ, জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ নাঈম, খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, কক্সবাজার জেলা ইসলামী যুবসমাজ নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন -সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.