ঈদগড়ে মানুষের ভালোবাসায় আপ্লুত ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান : সকলকে তারুণ্যের সমাবেশে যোগ দেয়ার আহবান

ঈদগড়ে মানুষের ভালোবাসায় আপ্লুত ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান : সকলকে তারুণ্যের সমাবেশে যোগ দেয়ার আহবান
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান, এই জনপদের নন্দিত জননেতা। তাঁর মরহুম ভাই, সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের এই দুনিয়া থেকে বিদায়ের পর এই অঞ্চলের মানুষের কাছে আপনজন হয়ে উঠেছেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান। শুক্রবার (০৯ মে) সকালে যখন তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পা রাখলেন তখনই বোঝা হয়ে গেছে, এই জনপদে কতটা জনপ্রিয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হলেন, মানুষজন তাঁকে বুকে জড়িয়ে নিলেন, তিনিও ঈদগড়ের মানুষকে বুকে জড়িয়ে নেন। ঈদগড়ের মানুষের ভালোবাসা দেখে আপ্লুত হন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতা-কর্মীর হয়তো ব্যক্তিবাজি আছে, কিন্তু সাধারণ মানুষের সীমাবদ্ধতা নেই। তারা মানুষকে ভালোবাসতে জানেন। তাদের মাঝে প্রতিহিংসা নেই, ঈর্ষাকাতরতা নেই।
সহিদুজ্জামান বলেন, এই জনপদের মানুষ আমাকে ভালোবাসেন, আমিও তাদের ভালোবাসি। আমাদের মাঝে আত্মার সম্পর্ক। সেটা জীবন চলার পথে, সেটা রাজনীতির মাঠেও।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান শুক্রবার সারাদিন ঈদগড় ইউনিয়নে গণসংযোগ করেন। ওই সময় তিনি গ্রাম থেকে গ্রামে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। মানুষের জীবনযাপনের খোঁজখবর নেন। এলাকার মানুষও তাঁকে পেয়ে আপ্লুত হন। তাদের সমস্যা-সম্ভাবনার কথা তাঁকে শোনান।

তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান থেকে শুরু হতে যাওয়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ সকলকে অংশগ্রহণেরও আহবান জানান।
তিনি সারাদিন ইউনিয়নের ভোমরিয়াঘোনা, গজালিয়া, দুমছেকাটা, ঈদগড় বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
এসময় তাঁর সাথে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান, রামু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার কামাল আজাদ, জেলা বিএনপির সদস্য জানে আলম, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, রশিদনগর ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মেম্বার, আজিজ সিকদার ও নুরুল আবছার, ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা, কক্সবাজার জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মো. আবুল কাউছাইন চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন, রাজারকুল ইউনিয়ন বিএনপি নেতা মো. বেলাল, ঈদগড় ইউনিয়নের যুবদল নেতা বোরহান উদ্দিন, ঈদগড় ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম প্রমূখ।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.