চকরিয়ায় ধর্ষিতার পিতাকে সহায়তা করায় সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

চকরিয়ায় ধর্ষিতার পিতাকে সহায়তা করায় সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ
চকরিয়ায় ধর্ষিতা পরিবারের পক্ষে সহায়তা করায় স্থানীয় লোকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে চকরিয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীর কুম এলাকার ব্যবসায়ী আবদুর রহিমের পুত্র ব্যবসায়ী মোহাম্মদ রিদুয়ানুল হক।
তিনি  জানান, কয়েক দিন আগে মৌলভীরকুম এলাকায় এক অসহায় পরিবারের শিশু কন্যাকে ধর্ষণ করে সাহাব উদ্দিন। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনার বিষয়টি জাতীয়, আঞ্চলিক, স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 
এলাকায় এধরণের অপরাধের ঘটনায় স্থানীয় লোকজনের সাথে আমি রিদুয়ানুল হক ওই পরিবারের পাশে দাঁড়াই। এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিনের পুত্র মহিউদ্দিন ও সাদ্দাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, সাহাব উদ্দিনকে ঘটনা থেকে বাঁচতে তার পুত্ররা নানা অপপ্রচার করে যাচ্ছে।  
রিদুয়ান আরো বলেন, সাহাব উদ্দিনের পুত্র মহিউদ্দিন ও সাদ্দাম নানা অবৈধ কাজে জড়িত রয়েছে।  কিন্তু উল্টো তার পিতাকে বাঁচাতে আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার করে যাচ্ছে প্রমান দিতে পারলে দেশীয় আইনের অপরাধে শাস্তি হয তাহা মেনে নিতে বাধ্য হব। 

 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.