উখিয়ায় মিথ্যা মামলায় দিয়ে প্রতিবেশীদেরকে হয়রানি করার বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় বাদী আলী হোসেনকে কারাগারে প্রেরণ করেছে।
গত বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী তংচংজ্ঞা এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জজ আদালতের অ্যাডভোকেট খাইরুল আমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জালিয়া পালং ইউনিয়নের উত্তর সোনাই ছড়ি গ্রামের মৃত এজার মিয়ার পুত্র আলী হোসেন গত ২০২০ সালে একই এলাকার ২৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নম্বর ১৬৪/২০২০। মামলায় উল্লেখ করা হয় তার স্ত্রী নুব নাহার বেগমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে আসামি করা হয় একই পরিবারের ৪ ভাই যথাক্রমে ফরিদ আলম, নুরুল আলম, আব্দুল কুদ্দুস ও মাষ্টার ছৈয়দ আহমদ। হয়রানির শিকার ফরিদ আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিহিংসা পরায়ন হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। মুলত আলী হোসেনের স্ত্রী নুর নাহার বেগম নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়াও দীর্ঘ পুলিশের দদন্ত তদন্ত ও ময়নাতদন্ত মেডিকেল রিপোর্টের পর্যালোচনা তাকে হত্যার বিষয়টি প্রমাণিত হয়নি। সে দিন নুরু নাহার বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
থানা সূত্রে জানা গেছে, হত্যার ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়ায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং বাদী আলী হোসেনের বিরুদ্ধে ২১১ ধারা মোতাবেক মামলা দায়ের করার সুপারিশ করেন। গত ২৬/৯/২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালত নির্দোষ প্রমাণিত হওয়ায় সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
এদিকে মিথ্যা মামলা দায়ের করে প্রতিবেশীদেরকে হয়রানির অভিযোগে আদালত আলী হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বৃহস্পতিবার জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর তাকে কারাগারে প্রেরণ করেন।