পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।
প্রতিবারকে ২ বান করে ঢেউ টিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।