উখিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

উখিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কক্সবাজারের  উখিয়ায় কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  হয়েছে।

বুধবার ( ৭ মে)  প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন  ফর নিউট্রেশন এন্টার প্রেরণশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর সহযোগীতায়  উখিয়া কৃষি সম্প্রসারণ বিভাগ এ কংগ্রেসের আয়োজন করেন।
উপজেলা অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার  সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান।
উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিসেস বেনজির ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ হোসেন,  উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, পালং খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মীন সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,  উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রনব মজুমদার , উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও জাহের উদ্দিন, উখিয়া অনলাইন প্রেস ক্লাব সভাপতি শফিক আজাদ, বিসিআইসি ডিলার সভাপতি কবির আহমেদ।
বক্তারা অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার,  নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার  গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,কৃষি বিভাগের কর্মকর্তা,  সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.