পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু

পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু
পেকুয়ায় হিট স্ট্রোকে মো. রাশেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মনজুর আলমের ছেলে।

পেকুয়া জেনারেল হাসপাতালের পরিচালক কামরান জাদিদ মুকুট বলেন, সকাল সাড়ে ১০ দিকে হাসপাতালে রাশেদকে নিয়ে আসা হয়। তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত  চিকিৎসক ডাঃ ইউসুফ আলী পিপন উন্নত চিকিৎসার জন্য দ্রুত  চট্টগ্রামে রেফার করেন।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের কর্তব্যরত  চিকিৎসক ডাক্তার ইউসুফ আলী পিপন বলেন, সকালে রাশেদ নামের একটা ছেলেকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। প্রচন্ড গরমে সে হিট স্ট্রোক করে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে সরকারি হাসপাতালে রেফার করা হয়। 
চট্টগ্রামে নেয়ার পথে বাঁশখালী উপজেলার গুনাগরিতে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.