# খুরুশকুলে জেলে খুন
কক্সবাজারের খুরুশকুলের আল্লাওয়ালা হ্যাচারিতে জেলে আলী আকবরকে হত্যার ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। গত রোববার রাতের এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী এলমুন্নাহার মঙ্গলবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলায় হ্যাচারির মালিক জাহাঙ্গীর কাসেম, তার দুই ছেলে তানভীর কাসেম ও রাইয়ান কাসেম এবং হ্যাচারীর তিন কর্মচারী আনোয়ার, হোছাইন ও মিজানকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ইতোমধ্যে এই মামলার তিন আসামি-এনসিপি নেতা রাইয়ান কাসেম এবং কর্মচারী হোছাইন ও মিজান-গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
গতকাল বুধবার এনসিপি নেতা রাইয়ান কাসেমের গ্রেপ্তার এবং তাদের পরিবারকে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। সংবাদ সম্মেলনে রাইয়ান কাসেমের ফুফু তানিয়া কাসেম, তাদের পারিবারিক 'আল্লাহওয়ালা হ্যাচারিতে হামলা ভাংচুর ও রাইয়ান কাসেমের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ এনেছেন। তিনি বলেন, ঘটনার দিন মব সৃষ্টি করে প্রজেক্টে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসময় রাইয়ান কাসেমকে হত্যার উদ্দেশ্য নির্মমভাবে আঘাত করা হয়। পুলিশ উদ্ধার না করলে আমার ভাইপোকে ওরা মেরে ফেলতো।'
প্রসঙ্গত রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা। তার বাবা জাহাঙ্গীর কাশেম ছাত্র শিবিরের সাবেক নেতা এবং বর্তমানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি।