কক্সবাজারের পেকুয়ায় রাশেদুল ইসলাম (১৫) নামের এক হেফজ পড়ুয়া মাদ্রাসা ছাত্র তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। রাশেদ পেকুয়ার টইটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাছারী পাহাড় এলাকার মোকতার আহমদের ছেলে। সে চট্টগ্রামের আনোয়ারার চাতুরী চৌমুহনীর আল আমিন বারিয়া মাদ্রাসা ও হেফজখানার ছাত্র এবং ১৩ পারা কোরআন মুখস্থ করেছে।
নিখোঁজ রাশেদের মা দিলোয়ারা বেগম জানান, গত তিন সপ্তাহ ধরে তার ছেলে রাশেদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মাদ্রাসা থেকেই সে নিখোঁজ হয়েছে। রাশেদের বাবা মোকতার আহমদ জানান, তিনি একজন দরিদ্র মানুষ এবং তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার স্বপ্ন দেখছিলেন। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন এবং খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি রাশেদের সন্ধান পেলে ০১৮৩৫-৮৬৩৬১৮ ও ০১৬০৬-৬০১৪৫০ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।