মহেশখালী থেকে চালানের সময় সীতাকুণ্ডে অন্ত্রের চালান আটক : চালকসহ গ্রেফতার দুই, মাইক্রোবাস জব্দ

মহেশখালী থেকে চালানের সময় সীতাকুণ্ডে অন্ত্রের চালান আটক : চালকসহ গ্রেফতার দুই, মাইক্রোবাস জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের শিল্পাঞ্চল ও ডিবি বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার বিমানবন্দর থানার কাশীপুর এলাকার ৪৫ বছর বয়সী মনির হোসেন ও নোয়াখালীর চাটখিল থানার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া এলাকার ৪৮ বছর বয়সী মনির হোসেন। জব্দ করা হয় মাইক্রোবাসটি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে ৬টি শ্যুটার গান, ১টি দেশীয় তৈরী রাইফেল ও ১টি এক নলা বন্ধুক।
পুলিশ জানায়- কক্সাবাজারের মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস যাচ্ছিল নোয়াখালী। শুক্রবার বিকেলে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্টে গাড়ি তল্লাশি চলার সময় কালো রঙের ওই মাইক্রোবাসটিকে থামানোর জন্য সংকেত দেয়। গাড়িটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হয়।

পরে মাইক্রোবাসের চালক ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গায় সুকৌশলে লুকানো অবস্থায় কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। মাইক্রোবাস থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় তৈরি রাইফেল, একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র কেনা-বেচা করে। আটকের পরে প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্য নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল। তারা প্রথমবারের মতো অস্ত্রের চালান নিয়ে যাচ্ছে বলে পুলিশকে জানিয়েছে, তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা নাই বলে পুলিশ জানিয়েছে। 
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়াতে অস্ত্র পরিবহন করা মাইক্রোবাসটিতে সরকারি দপ্তরের স্টিকার লাগানো ছিল বলে সূ্ত্র জানিয়েছে। 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্র পাচার চক্রের বিষয়ে বিশদ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.