উখিয়ায় সঙ্ঘবদ্ধ পাহাড় খেকোদের কালো থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে সরকারি সংরক্ষিত বনাঞ্চল। অবৈধভাবে পাহাড় কর্তন করে প্লট বানিয়ে দোকান-ঘর সহ অবৈধ স্থাপনা তৈরি করছে জবরদখলকারীরা । এতে করে ভারি বৃষ্টি হলে পাহাড় ধ্বসে প্রাণ হানির আশংকা দেখা দিয়েছে৷
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া জামতলি, উত্তরপুকুরিয়া, পূর্ব ডিগিলিয়া, দরগাহ বিল, ফলিয়াপাড়া, দৌছড়ি, হরিণমারা, ভালুকিয়া, ইনানী, জালিয়া পালং, রত্নাপালং সহ বিভিন্ন এলাকায় গাছ ও অবৈধভাবে পাহাড় কাটার মহাযজ্ঞ চলছে। উত্তর পুকুরিয়া মসজিদের পাশে সিন্ডিকেট সদস্যরা তৈরি করছে নতুন ২টি ঘর। রাত হলে দৌছড়ি এলাকা থেকে বনের গাছ কেটে ইটভাটায় নিয়ে যায় এবং পাহাড়ের মাটি কাটছে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট৷ সদর পাতাবাড়িতে তৈরি করছে ডুপ্লেক্স বাড়ি সহ শিলরছড়া, দরগাহ বিল, ফলিয়াপাড়া , হরিণমারা এলাকার চিত্র একই৷
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর উখিয়া-টেকনাফ সহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বসে পড়ে অন্তত ১৩ জন জনের মৃত্যু হলেও সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়েনি৷ দেদারসে কাটা হচ্ছে বড়বড় পাহাড়, পাচার হচ্ছে বনের গাছ ও উত্তোলন হচ্ছে বালি৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম শাহিন জানান, বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে। ডেইল পাড়া এলাকায় পাহাড় কাটার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।