আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির উখিয়া শাখা পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
শুক্রবার বিকেলে উখিয়া উপজেলা কার্য়ালয়ে শুভেচ্ছা বিনিময়, কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা আহবায়ক সৈয়দ হোসাইন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় শরনার্থী বিষয়ক সম্পাদক সাংবাদিক শামসুল হক শারেক।
প্রধান অতিথি বলেন, সারা দেশে আজ এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে
জাতীয় ঐক্য সৃষ্টির জন্য এবি পার্টি কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি ছিলেন। সব দলমতের জাতীয় নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। এটি জাতির একটি বড় মেসেইজ কিন্তু।
স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহবায়ক আবুল কাসেম, উপজেলা য়ুগ্ম আহবায়ক যথাক্রমে- বক্তিয়ার আহমদ, জাহাঙ্গীর আলম, জসিমুদ্দিন চৌধুরী, হাজী ফরিদ আলম সিকদার, এবি পার্টি নেতা সিরাজুল ইসলাম, মাওলানা , শ্রমিক নেতা মোহাম্মদ আলম প্রমুখ।
এসময় দলের বিভিন্নস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।