আজ থেকে শুরু ২ দিনব্যাপী-কবিতার বৈশাখী উৎসব

আজ থেকে শুরু ২ দিনব্যাপী-কবিতার বৈশাখী উৎসব
ছুড়ে ফেলো যত পাশবিক গ্লানি হিংসা আর যুদ্ধ, নতুনের আহবানে হবে মানবিক সৌন্দর্যের এ বিশ্ব।' এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আজ ১৯ ও ২০ এপ্রিল ২ দিন ব্যাপী বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতের উপকন্ঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিতার বৈশাখী উৎসব ১৪৩১ বাংলা।

কবিতা নগরী কক্সবাজারের এলজিইডি ভবন পুষ্পাঙ্গন ও মিলনায়তনে আজ ১ম দিন বিকেল ৩টায় উদ্বোধিত হয়ে ২য় দিন সৈকতে লোনাজলের জলসঙ্গমে এই উৎসবের সমাপ্তি হবে।
বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষার অর্ধ-শতাধিক বরেণ্য কবিবৃন্দ কবিতার এই আলোক যাত্রায়  অংশ নিতে যাচ্ছে।
আজ ১৯ এপ্রিল বিকেল ৩ টায় এলজিইডি ভবন মিলনায়তনে শুরু হবে কবি কন্ঠে কবিতা পাঠ। বিকেল ৫ টায় এলজিইডি পুষ্পাঙ্গণে ফুলেল কবি বরণ,সম্মান সূচক উত্তরীয় পরিধানের মাধ্যমে কবি বরণ, ' সিমুনিয়া খেলাঘর আসরের নৃত্যশিল্পীদের পরিবেশনায় প্রাঙ্গণ জুড়ে হবে বৈশাখী নৃত্যগীত, বেলুন উত্তোলনের মাধ্যমে 'বিশ্বশান্তি প্রর্থনায় অসীমের ঠিকানায় পত্র প্রেরণ' ও শুভ উদ্বোধন। উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,সম্মানীয় অতিথি ভারতের বরেণ্য কবি অরুণ কুমার চক্রবর্তী, কবি বরণ করবেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, সভাপতিত্ব করবেন বহুমাত্রিক লেখক বরেণ্য কবি কামরুল হাসান। বিশেষ অতিথি কবি সাকিল আহমেদ-ভারত,কবি মালেক মোস্তাকিম- বাংলাদেশ, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: মামুন খান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি রোশেনারা খান- ভারত,কবি গৌতম মন্ডল-ভারত,কবি মায়া ব্যানার্জী- ভারত,লেখিকা সরস্বতী পোদ্দার - ভারত,কবি অঙ্কনা মজুমদার- ভারত,লেখক সাহদাত আলী সেখ- ভারত,কবি সেরিনা খাতুন- ভারত,বাচিক শিল্পী অধ্যাপিকা শ্রাবন্তী চক্রবর্তী - ভারত,বাচিক শিল্পী পারভেজ চৌধুরী - বাংলাদেশ ও ইঞ্জিনিয়ার কানন পাল। এতে কক্সবাজারের কবি অমিত চৌধুরী, কবি আদিল চৌধুরী, কবি মাষ্টার শাহ আলম,কবি সিরাজুল হক সিরাজ, কবি অধ্যক্ষ অজিত দাশ, কবি হাসিনা চৌধুরী লিলি,  কবি শামীম আকতার, কবি নাসের ভুট্রু,কবি তৌহিদা আজিম, কবি হুমায়ুন ছিদ্দিকী,কবি রাজীব দাশ,কবি হাসান মুরাদ সিদ্দিকী,কবি ঋতির মনীষা,কবি এম জসিম, কবি কামাল উদ্দিন রহমান পিয়ারু,কবি কাফি আনোয়ার, কবি জি এম সামদানী সহ জেলার অর্ধশতাধিক কবি ছাড়াও  বেশ ক'জন সংস্কৃতি কর্মীবৃন্দ অংশ নিবেন। অনুষ্ঠান মালায় আরো রয়েছে-স্মারক প্রদান,মোড়ক ও পাঠ-উন্মোচন,আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮ টায় হবে সৈকতে কবিতার নিসর্গ যাপন। কবিতার প্রীতি ভোজ। পরদিন সকাল ৬ টায় কবিতার সৈকত পাঠ,কবিতার সমুদ্র স্নান ও কবি কন্ঠে কবিতা পাঠ সমাপনী অনুষ্ঠান। ফিরতি যাত্রা।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.