বেকারী ও মিষ্টান্ন পণ্যের সমাহার নিয়ে রামুতে ওয়েল ফুড আউটলেটের যাত্রা শুরু

বেকারী ও মিষ্টান্ন পণ্যের সমাহার নিয়ে রামুতে ওয়েল ফুড আউটলেটের যাত্রা শুরু
মিষ্টি, পাউরুটি, কেক, ঝাল নাস্তাসহ আপনার পছন্দের সুস্বাদু সব রকমের বেকারী পণ্যের সমাহার নিয়ে রামুতে ওয়েল ফুড আউটলেটের  উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল নানা আনুষ্ঠানিকতায় রামু চৌমুহনীর হাকিম সেন্টার, স্বপ্নপূরী রাস্তার মাথা, সিঙ্গার শো রুমের নিচতলায় ওয়েল ফুড বেকারী এন্ড সুইটস আউটলেটের যাত্রা শুরু হয়।

ওয়েল ফুডের  নিরাপদ ও সুস্বাদু  খাবারের চাহিদা দেশজুড়ে। পর্যটনের রাজধানী কক্সবাজারের কাছের প্রাচীন জনপদ রামু উপজেলার পর্যটক ও সাধারণ জনগনের চাহিদায় ওয়েল ফুডের এ আউটলেট এর উদ্যোক্তা রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি : এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম। বৃহস্পতিবার সকাল এগারটায় উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেম ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল হক। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শামসুল হক, মাওলানা মুহছেন শরীফ, ওয়েল ফুডের অপারেশন ম্যানেজার আলা উদ্দিন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি: এর সভাপতি রুহুল আমিন রকি, সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী,  সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, কক্সবাজার স্টীল সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক, মন্ডলপাড়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মাষ্টার নুরুল আমিন, নবু আলম, আব্দুস সালাম ভূট্টো, সাহেদ সরওয়ার, এডভোকেট সেলিম, রামু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, রামু বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মৈত্রী'০২ এর সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেলসহ ব্যাবসায়ী ও নানা শ্রেণী পেশাজীবি ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.