কক্সবাজার জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বৃহত্তম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ ও সমাজসেবক, বহু সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম এম সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীর জীবনে সফলতার জন্য পিতা-মাতা, শিক্ষক, পীর আউলিয়ার দোয়া, কঠোর পরিশ্রম ও মহান আল্লাহ পাকের রহমত প্রয়োজন।
তিনি প্রখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলীর উদ্ধৃতি দিয়ে বলেন, একজন শিক্ষার্থীর জ্ঞানার্জনের জন্য বই পড়ার কোন বিকল্প নেই। মা, মাতৃভাষা ও মাতৃভুমির মর্যাদাকে সমুন্নত রাখার জন্য গুরুত্বারোপ করে বলেন, যারা দেশ মাতৃভাষা ও দেশ মাতৃকার স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করার আহ্বান জানান। একজন পরীক্ষার্থী কিভাবে ভালো ফলাফল অর্জন করতে পারে তিনি সেই কৌশলগুলোর কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, জীবনের সকল স্তরে আদব ও শৃঙ্খলা রক্ষা করে উন্নত চরিত্র গঠন করতে হবে। তিনি পবিত্র আল কোরআনের সূরা আল-মায়েদার আলোকে শেখ সাদীর রচিত কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা মানব জাতি। আমরা সকল জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য।’
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক এডভোকেট তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সহ-সভাপতি ও জেলা তাঁতীলীগের সভাপতি আরিফুল মওলা চৌধুরী, কক্সবাজার গ্লোবাল ইসলামি ব্যাংক লি: এর ব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হাসান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার ডিসেন্ট প্লাসের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আজিজ ও উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর পরিচালনা পর্ষদের সদস্য আবুল কালাম আবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রেজাউল করিম ও আনজুমান আরা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ৮ম শ্রেণির ছাত্র ইসমাম হাসান অয়ন খাঁন ও আফ্রিদা মোস্তারিন ওয়ার্দা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শাহ্্ তাহাসিনা আকতার, শাহ্্ মোবারক হোসেন ও তরিকুল ইসলাম।
১০ম শ্রেণির শিক্ষার্থী হামিদ হোসেনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন ৭ম শ্রেণির ছাত্র আবতাহী মোহাম্মদ আল জাওয়াদ ও পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন আয়াত বিনতে আশেক। প্রায় ৬০০ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষর্থীদের সৌজন্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা শফিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক নিজামুল বাহার ও মোঃ ইমতিয়াজ হাসান।