পবিত্র হজ ৮ জুলাই

পবিত্র হজ ৮ জুলাই
২০২২ সালে পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই। সৌদি আরব এমনটি ঘোষণা করেছে।  এদিন সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ৩০ জুন জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৮ জুলাই শুক্রবার হজের মূল কার্যক্রম ‘ইয়াওমে আরাফা’ অনুষ্ঠিত হবে। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন। এ দিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হয়।

২৯ জুন সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৮ জুলাই মোতাবেক ৯ জিলহজ ১৪৪৩ হিজরি শুক্রবার পবিত্র হজের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে পবিত্র ঈদুল আজহা পলিত হবে ৯ জুলাই শনিবার।
বাংলাদেশসহ অনেক দেশেই চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপন করে। বাংলাদেশে ৩০ জুন বৃহস্পতিবার চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে পবিত্র ঈদের তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ৩০ জুন বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ৩০ জুন চাঁদ দেখা না গেলে ১১ জুলাই পালিত হবে এবারের ঈদুর আজহা।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

ইসলাম

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.