ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি ২০ অক্টোবর

ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি ২০ অক্টোবর
ঈদ-ই-মিলাদুন্নবির সরকারি ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর, বুধবার পুনঃ নির্ধারণ করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এই ছুটি পুনঃ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

হিজরি ক্যালেন্ডারের ১২ রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদ-ই-মিলাদুন্নবি হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটির দিন। এ বছর ১৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবির সরকারি ছুটি নির্ধারণ করা ছিল। তবে চাঁদ দেখার ভিত্তিতে তা পরিবর্তিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, “যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।”
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

ইসলাম

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.