মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক: সৌদি আরব

মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক: সৌদি আরব
মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

১০ অক্টোবর রবিবার থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যেই যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তাদেরও ওই অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্যথায় আগে থেকে অনুমতি থাকলেও সেটি বাতিল বলে গণ্য হবে। এ মাসের গোড়ার দিকে দৈনিক এক লাখ মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। আগে এ সংখ্যা ছিল ৭০ হাজার। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদুল হারামে দৈনিক ৬০ হাজার মুসল্লিকে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

ইসলাম

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.