আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
ইশতিয়াক গতকাল রাত ১১ টা ২ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে তাঁর সদস্য মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন । স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ক্লান্তিকে হার মানা উচ্ছ্বাসে যেতে চাই বহুদূর...ভালো থাকুক আমার প্রাণের চেয়েও প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমায় ভালোবাসায় রাখবেন, ধন্যবাদ সবাইকে...’
গত ২ নভেম্বর ইশতিয়াক আহমদ জয়ের নেতৃত্বাধীন জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। এর ১২ দিনের মাথায় কেন্দ্রীয় যুবলীগের দায়িত্ব পেলেন তিনি।
প্রসঙ্গত, গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষ পদে আসে নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।