এটি আমাদের আবাসিক পাখি। বাংলাদেশ ছাড়াও ওমান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, চীন, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার প্রভৃতি দেশে বাস করে। এরা সম্পূর্ণ বৃক্ষচারী, গাছের শাখায়-পাতায়-ফুলে লাফিয়ে লাফিয়ে ও উড়ে উড়ে খাদ্য সংগ্রহ করে। কখনো কখনো উল্টো হয়ে ডালে ঝুলে ফুলের মধু পান করে বা ফল খায়। কীটপতঙ্গ, রসালো পোকা, ফুলের রস, পাকা ফল, বীজ ইত্যাদি এদের প্রিয় খাদ্য।
উদয়ি ধলা চোখ বা শ্বেতাক্ষী এ দেশের ছোট পাখিগুলোর মধ্যে অন্যতম। সবচেয়ে ছোট পাখি ফুলঝুরির পরই ওর স্থান। লম্বায় মাত্র ১০ সেন্টিমিটার পাখিটির ওজন ৯ গ্রামের মতো। গায়ের বর্ণ সবুজাভ সোনালি হলুদ। অনেক সময় উজ্জ্বল হলুদও দেখায়। চোখের চারপাশে গোলাকার সাদা বলয়, সরু কালো ঠোঁট নিচ দিকে সামান্য বাঁকানো। চিবুক ও গলা উজ্জ্বল হলুদ পাখিটির পেটের দিকের পালক সাদাটে ধূসর এবং পা কালচে। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম।
অপরূপ রূপের অধিকারী পাখিটির নাম উদয়ি ধলা চোখ / বাবুনাই / শ্বেতাক্ষী । চোখের চারদিক ঘিরে সাদা বলয় দেখে মনে হয় যেন চশমা পরে আছে। তাই তো চশমা পাখি বা চশমা টুনি নামেও পরিচিত এরা। ইংরেজি নাম হোয়াইট আই (White Eye) বা ওরিয়েন্টাল হোয়াইট আই (Oriental White Eye)। পরিবার জোস্টারোপিডি (Zosteropidae) ও বৈজ্ঞানিক নাম Zosterops palpebrosus।
বাংলাদেশ ছাড়াও ওমান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, চীন, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার প্রভৃতি দেশে বাস করে...
© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.