ইটনা হাওর, কিশোরগঞ্জ
চর জাগতে না-জাগতেই সবুজ ঘাসে শ্যামল হয়ে উঠছে চরের বুক। ছবি লোকেশন: বালিখলা ও নোয়াগাঁও সংলগ্ন এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
নদীর পাড়ে নৌকার নোঙর স্থাপন করছে শিশু মাঝি। ছবি লোকেশন: সুতারপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
কিশোররা নদীতে দাঁড়িয়ে মাছ ধরছে। ছবি লোকেশন: সুতারপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
যাত্রী পরিবহন করার জন্য নৌকা অর্ধবৃত্তাকারে অপেক্ষা করছে। ছবি লোকেশন: বালিখোলা নৌঘাট, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.