চকরিয়ায় ট্রাকের চাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

চকরিয়ায় ট্রাকের চাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন হিরো শোরুমের সামনে ট্রাক গাড়ির চাপায় প্রাইম কেয়ার লি: এর বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেল আরোহী মোহাম্মদ  শাহজাহান ভূইয়ার (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সকাল সাড়ে দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা ও চকরিয়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মুফিজ মাস্টারের মেয়ের জামাতা। 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন হিরো হোন্ডার শোরুমে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গিয়ে কক্সবাজার মুখি আকিজ গ্রুপের মালবাহী ট্রাকের গাড়ির সাথে মোটরসাইকেলটির চাপা দেয়। এসময় গুরুতর আহত শাহাজাহান ভূইয়াকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি প্রায় ১৪ বছর ধরে চকরিয়া উপজেলায় প্রাইম কেয়ার ভেটেরিনারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আরিফ জানান, চকরিয়া সরকারি কলেজের পাশ্ববর্তী এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.