চকরিয়ার কৈয়ারবিলে ছুরিকাঘাতে গুরুতর আহত খাইরুদ্দিনও মারা গেছেন। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২০ মে জায়গা জমির বিরোধ নিয়ে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৩৫) মারা যান। ওইসময় গুরুতর আহত হয়েছিলো তার চাচাতো ভাই খাইরুদ্দিন সিকদার (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আরিফ ও তার চাচাতো ভাই খাইরুদ্দিন স্থানীয় ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। ২০ মে সকাল সাড়ে ১০টার দিকে কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার চিহ্নিত কিছু লোকজন খাইরুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত খাইরুদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরিফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত খাইরুদ্দিনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ২৪ মে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।