কক্সবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২১,২২ ও ২৩ মে তিনদিনব্যাপী শহরের বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের আহবান জানান জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জেলার ৯টি উপজেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের বিজ্ঞান ও উদ্ভাবনী বিষয়ক স্টল স্থান পাবে বলে জানানো হয় সভায়। এ ছাড়া সপ্তাহটি যথাযথ ভাবে উদযাপনে বি়ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও উপকমিটি গঠন করা হয়।