কক্সবাজারে কলেজ হোস্টেলে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজারে কলেজ হোস্টেলে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
কক্সবাজার সদরে হার্ভাড কলেজের হোস্টেলে রহস্যজনক মৃত্যুর শিকার এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সহপাঠি ও হোস্টেলের একই কক্ষের আবাসিক ছাত্রকে পুলিশ হেফাজতে নিয়েছে।
তবে পরিবারের অভিযোগ, কোন বিরোধের জেরে হত্যার পর তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে।
বৃহস্পতিবার বিকাল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর ডিককূল এলাকায় কক্সবাজার হার্ভাড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেলে এ ঘটনা ঘটেছে।
নিহত মুনীর চৌধুরী (১৮) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে। সে কক্সবাজার হার্ভাড ইন্টারন্যাশনাল কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র।
পুলিশের হেফাজতে শিক্ষার্থী মাহমুদুল হক (১৮) একই কলেজের একই শ্রেণী ও বিভাগের ছাত্র। সেও নিহতের সঙ্গে কলেজ হোস্টেলের একই থাকতো।
নিহতের চাচাতো ভাই আরাফাত চৌধুরী বলেন, দুপুর আড়াইটার দিকে তিনি উখিয়ার কোটবাজার স্টেশনে অবস্থান করছিলেন। এসময় ফোনে কল করে তার চাচা জানায়, কলেজ হোস্টেল কক্ষ থেকে মুনীরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করার খবর দেওয়া হয়েছে। খবরটি শোনার পরপরই তিনি সহ স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় হোস্টেলের ওই কক্ষে ঘিরে পুলিশ সহ বেশ মানুষের ভিড় দেখতে পান। পরে কক্ষটির ভেতর গিয়ে দেখতে পাই, কক্ষের সিলিংয়ের সাথে মুনীরের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এসময় তার দুই পায়ের হাঁটু মেঝেতে লাগোয়া এবং দুই হাত শরীরের দুই পাশে খোলা ছিল। 
তিনি বলেন, 'মুনীরকে ঝুলন্ত অবস্থায় যেভাবে মৃত পাওয়া গেছে সচরাচর আত্মহত্যার ঘটনাগুলো তেমনটা নয়। আত্মহত্যার ঘটনা হলে তার পা দুইটি মেঝে থেকে অন্তত কিছুটা উপরে থাকতো।'

নিহতের মামা মীর মোরশেদ বলেন, নিহত মুনীরের গলার দুই পাশে আঙ্গুলের চাপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছেন, কোন বিষয়ে বিরোধের জের ধরে হোস্টেলের একই কক্ষে বসবাসকারি কেউ অথবা অন্য কেউ শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজাতে হত্যার লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, খবরটি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় হোস্টেল কক্ষ থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করেছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা পুলিশ এখনো নিশ্চিত নয় মন্তব্য করে তিনি বলেন, 'ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সঙ্গে একই কক্ষে বসবাসকারি মাহমুদুল হক নামের এক ছাত্রকে পুলিশ হেফাজতে নিয়েছে।'
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ইলিয়াছ খান।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.