বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা সাবেক আমীর ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ ইসহাকের নামাজের জানাজা সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (৫ মে) উপজেলার জালিয়া পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারী জাহেদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সোলতান আহমদ,রাজা পালং এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার কামাল উদ্দিন ও মরহুমের সন্তান উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি রিদওয়ানুল হক জিশান প্রমুখ। ইমামতি করেন মরহুমের সন্তান মাওলানা আক্তার হোসাইন।
গত রবিবার সন্ধ্যায় উখিয়া জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক নিজ বাসভবনে ইন্তেকাল করেন।