# সদর শ্রমিক দলের সমাবেশে লুৎফুর রহমান কাজল
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছে, পৃথিবীতে যত বড় বড় সফল ব্যক্তিরা রয়েছেন খোঁজ নিলে জানা যাবে তারা কখনো না কখনো শ্রমিক ছিলো। কঠোর পরিশ্রমের মাধ্যমর তারা সফলতার ছোঁয়া পেয়েছে। তাই শ্রমিকদের সততা ও নিষ্টার সাথে পরিশ্রমের মাধ্যেমে এগিয়ে যেতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদল গঠন করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান শ্রমিকদের সকল আন্দোলন সংগ্রামে সব সময় সমর্থন দিয়েছেন সাথে রয়েছেন।
৫ মে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা শ্রমিকদল আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে দেশের শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সাহসী ভূমিকা রেখেছে। দুঃশাসন, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শ্রমিকদের পাশে থেকে দলটি প্রমাণ করেছে—এটাই সত্যিকারের শ্রমিকের দল। তিনি বলেন জুলাই- আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব চেয়ে বেশী নিহত হয়েছে শ্রমিক জনতা আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে বরদাশত করা হবেনা। সারাদেশে এরকম অভিযোগে বহিস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, কক্সবাজারেও হবে। কোন দলে চাঁদাবাজ থাকুক তা আমরা চাইনা। বিএনপি সারাদেশে একটি সুষ্ঠু ধারার যৌক্তিক ভালোবাসার রাজনীতি উপহার দিতে চায়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বুলবুল সিকদার ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হক লোটাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মাবুদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবুল কাসেম, সদর উপজেলা সদস্য সচিব ছৈয়দ নূর সওদাগরসহ উপজেলা শ্রমিকদল, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।